28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি :

    নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল বুধবার দুপুর ২টায় পৌর শহরের শোলাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

    গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী রনি সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর শহরের শোলাকুড়া মহল্লার আমিনুল ইসলামের ছেলে।

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর