22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    অন্তত ত্রিশ জনের জীবন সংকটাপন্ন

    আরও পড়ুন

    ::: রাহাত আহমেদ :::

    সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায়  বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন  সেখানে চিকিৎসাধীন আহতদের অন্তত ৩০ জনের অবস্থা সংকটাপন্ন।

    ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল বলেন, ‘তাদের প্রত্যেকের অবস্থাই খুব খারাপ। তবে ২৫-৩০ জনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল।’

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে অন্তত ১২০ জনের মতো রোগী ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে ক্ষত ৫০ শতাংশের বেশি। মূলত কারও শরীরের ১৫ শতাংশের বেশি আগুনে পুড়ে গেলে চিকিৎসকরা ওই রোগীর অবস্থা সংকটাপন্ন হিসেবে বিবেচনা করেন।

    আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে।

    ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    এদিকে,  বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠিয়েছে র‌্যাব। এবার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বিস্ফোরণস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর