25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    বিএনপির জনগণের ক্ষমতায় বিশ্বাস করে-নুরুল আমিন 

    আরও পড়ুন

    মিরসরাই প্রতিনিধি:

    বিএনপির জনগণের ক্ষমতায় বিশ্বাস করে৷ বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা পায়, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন কল্যাণমুখী রাষ্ট্রগঠনে সকল কর্মসূচি ৩১ দফায় লিপিবদ্ধ করা আছে৷

    বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন লিফলেট বিতরণের আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন৷

    নুরুল আমিন বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির বিরুদ্ধে আমাদের বক্তব্য সুস্পষ্ট৷ তারা বিএনপির কর্মী নয় তারা দলের সাইনবোর্ড ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে দলের দুর্নাম করে জনগণের আস্থা নষ্ট করছে৷ তাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে বহুদলীয় রাজনৈতিক চর্চা এবং সুষম বন্টনের মাধ্যমে রাজনৈতিক সুস্থ ধারা ফিরিয়ে আনতে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ৩১ দফা কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে৷

    পথসভা পরবর্তী নুরুল আমিনের নেতৃত্বে জোরারগঞ্জ বাজার এলাকায় ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

    এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম,

    চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন,বারইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন কমিশনার,জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল রহমান চৌধুরী নসু,উপজেলা বিএনপির সদস্য বায়েজিদ উল আলম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাসেম ভূইয়া,চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার,জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শাহজাহান ফারুক,যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম৷

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর