25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    সিএমপির সাবেক পুলিশ কমিশনার গ্রেফতার

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন। এছাড়া সারদা থেকে তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয় বলে জনান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

    সিএমপির এক সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

    গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শর বেশি মানুষ। এ ঘটনায় থানা ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। এসব মামলায় একাধিক সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ফজলে করিম, আবু রেজা নদভী প্রমুখ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর