28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা নারীসহ পরিবারের সদস্যদের মারধর

    আরও পড়ুন

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি ::

    চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী আজমিন আকতার মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেন।

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদী মোঃ নজরুল (৫০), পিতা- মৃত মোরশেদ আহমেদ, মোঃ কাশেম (৫৪), মোঃ হাশেম (৪৫), উভয়ের পিতা মোঃ রহিম, মোঃ সেলিম (৫০), পিতা- মৃত আহমদ নবী, এবং নুর হোসেন (৫০), পিতা অজ্ঞাত, সহ আরও ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাদীর সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।

    বাদীর দাবি, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২৩ জানুয়ারি সকালে বিবাদীরা তার বসতবাড়ির সীমানায় পাকা বাউন্ডারি নির্মাণের চেষ্টা করে। বাধা দিলে বাদী, তার স্বামী মোঃ এরশাদ (৩৭) এবং বৃদ্ধ মাতা রেজিয়া বেগম (৬০)-কে মারধর করা হয়। পরে তারা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ঐদিন থানায় একটি জিডি করেন। যার জিডি নং- ১৪১২।

    এরপর ২৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবাদীরা দলবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। স্থানীয়রা এগিয়ে এলে তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিবাদীরা পালিয়ে যায়। পরদিন সকালে আবার এসে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    সর্বশেষ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা আবারও দলবদ্ধভাবে বাদীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও দরজা-জানালা ভাঙচুর চালায়। স্থানীয়রা বাধা দিলে তাদের ভয়ভীতি দেখিয়ে বিবাদীরা এলাকা ছাড়ে।

    এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। “অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর