28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    হবিগন্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ৩০

    আরও পড়ুন

    ::: সিলেট প্রতিনিধি :::

    হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাণগাঁও গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এ সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা জানান, পুরাণগাঁওয়ের পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের লোকজনের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়।

    খবর পেয়ে বানিয়াচং ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দাঙ্গার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর