24 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    বাঁশখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দূর্বৃত্তরা

    আরও পড়ুন

    :: নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী :::

    চট্রগ্রামের বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ সায়েম উদ্দিন ইমরানের (২৮) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

    সোমবার রাত ১০ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের হারুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহত ছাত্রলীগ নেতা পৌরসভার ভাদালিয়া গ্রামের মাওলানা মোঃ ছগিরের পুত্র।

    এদিকে, স্থানীয়রা সায়েমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

    এঘটনায় মঙলবার (৭ মার্চ) সকালে বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার আনসুর আলী তালুকদার বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়ের করেছেে ।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কামাল উদ্দীন পিপিএম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তাছাড়া তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর