::: নিজস্ব প্রতিবেদক :::
রাজধানীর সিদ্দিকবাজরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে আধুনিক এসকেবিউটর আনা হয়েছে।ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষের আনাগোনা ছিল। হঠাৎ বিস্ফোরণ হওয়ায় অধিকাংশই ভেতরে আটকে পড়েছেন। এরইমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনটির ভেতরে আরও কেউ আহত অবস্থায় আটকা পড়েছেন কি-না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে, মুহূর্তেই কেঁপে ওঠে পুরো এলাকা। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের গাড়িও। হতাহত হয়েছেন বিভিন্ন গাড়ির যাত্রী ও পথচারীরাও।
এই দুর্ঘটনায় নিচে আটকা পড়া হতাহতদের উদ্ধারের জন্য এসকেবিউটর আনা হচ্ছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এছাড়া উদ্ধার কাজ শেষ হওয়ার পর ঘটনার বর্ণনা দেওয়া হবে বলেও জানান এই ডিএমপি কর্মকর্তা।
বিপ্লব কুমার সরকার বলেন, ফায়ার সার্ভিস ধারণা করছে ভবনের আন্ডারগ্রাউন্ডে এখন অনেক লোক আটকে থাকতে পারে।এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া। ফায়ার সার্ভিস উদ্ধার কাজের জন্য এসকেবিউটর চাচ্ছে।
এদিকে সাতটার পর এসকেবিউটর ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা গতি পায়। এসকেবিউটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ।
ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেছেন, কোনো আহত অথবা নিহত বক্তি আছেন কিনা তাও জানা যাবে। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে উদ্ধার কাজে সহযোগিতা করা। এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অসংখ্য লোক আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
তিনি বলেন, নাশকতা হয়েছে কিনা, এই মুহূর্তে কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। আমরা ওপেন মাইন্ডে নিয়ে বিষয়টা তদন্ত করব। ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার কাজ শেষ হবার পর বুঝতে পারব কী হয়েছিল?
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকার নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ আর দুইজন নারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি টিম উদ্ধার কাজ করছে।