22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ, নিহত অন্তত ১১

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণে এগারোজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী বলে জানা গেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে মঙ্গলবার  বিকেল ৪টা ৫০ মিনিটে খবর এসেছে।

    ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।বিস্ফোরণে ভবনের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছেবিস্ফোরণে ভবনের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে এই বিস্ফোরণে এখন পর্যন্ত  ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী বলে জানান তিনি।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ  বলেন, বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

    বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে ১১ জনের মরদেহ আনা হয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ উড়ে গেছে।

    রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘ এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে জন্য আমরা কাজ করছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর