প্রেস বিজ্ঞপ্তি ::
চট্টগ্রামের আমানত শাহ (রহঃ) আওলাদেপাক ও সাজ্জাদানশীন মোতোয়াল্লী, শাহ আমানত (রাঃ) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাদ এশা আমানত শাহ মাজার প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে গত ১০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত পৌনে ৯ টায় সৈয়দ বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মরহুমের বড় ছেলে শাহাজাদা হাবিব উল্লাহ খান মারুফ জানান, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছুবে । সেখান থেকে মরদেহ হেলিকপ্টার যোগে জমিয়তুল ফালাহ ময়দানে আনা হবে। জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ শাহ আমানত মাজারে নেয়া হবে। সেখানে রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।