25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    রাঙামাটিতে আশার নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণ কর্মসূচী

    আরও পড়ুন

    মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি:

    রাঙামাটিতে আশার সদস্যদের নিরাপদ সবজি চাষ প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি সদর উপজেলা কনফারেন্স রুমে আশার বিভিন্ন উপজেলা থেকে সদস্যদের নিয়ে সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

    আশা সিনিয়র এগ্রি অফিসার খাইরুল বাসার টিপুর সঞ্চলনায় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন,রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,রাঙামাটি সদর কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, আশা চট্টগ্রাম ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী,রাঙামাটি অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ ছালেহ উদ্দীন সহ অনেকে।

    বক্তারা বলেন,সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করে কৃষি উৎপাদন আরোও বৃদ্ধি করার প্রতি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ৩০ জন প্রকৃত ফলচাষ ও কৃষকদের প্রশিক্ষন দেওয়া হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর