ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মত নেক্কারজনক ঘটনাসহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর নিজ এলাকা ফটিকছড়ির নাজিরহাটে সংবাদ সম্মেলন করেছে । শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেন, ‘ফটিকছড়িতে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মত নেক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপি কেউ নয়। তারা অনুপ্রবেশকারী। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি ।’
তিনি বলেন, ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার, কৃষির জমির টপ সয়েল কাটা বিষয়ে প্রশাসনের নিরবতা, ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ। আমি এ বিষয়ে উর্ধ্বত্তন সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাবো।
সরওয়ার আলমগীর বলেন, ‘ এ দল শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, গনমানুষের দল। তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এ দলে (বিএনপি) চাঁদাবাজসহ কোন অন্যায়কারীদের স্থান নাই।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা ফরিদুল আলম, মহিন উদ্দিন আজম তালুকদার, সফিউল আলম, মিঞা মোশরাফুল আনোয়ার মশু, নূরুল আবছার, জিয়াউল ফরহাদ, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, মো. মানিক, মো. একরাম, মো. আফাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মোজাম্মেল হোসেন অভি, আলা উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার ফটিকছড়ির বাগানবাজরে বালু উত্তোলনে বাধায় দেয়ায় দুলায়েত হোসেন (৬০) নামের এক কৃষককে হত্যা করে বালু সিন্ডিকেটের এক যুবদল নেতা।