22 C
Dhaka
Friday, January 24, 2025
More

    সিংড়ায় চাঁদার দাবীতে কৃষকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেবার অভিযোগ

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি :

    নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ করেছেন কৃষক মাসুদ।

    ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে। এদিকে দলিলী সম্পত্তির উপর তিন মাস আগে থেকে ঘর নির্মাণ করা অবস্থায় দাবিকৃত চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়া
    হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী মাসুদ। এতে তার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানান তিনি। এ বিষয়ে সুবিচার চেয়ে সিংড়া থানা ও সিংড়া আর্মি ক্যাম্পে
    অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাসুদ।

    জানা যায়, গত তিনমাস আগে কৃষক মাসুদ তার মামা আদম আলীর নিকট থেকে পাওয়া ৫ কাঠা জায়গার উপর ঘর নির্মান শুরু করে। ১০টি পিলার বিশিষ্ট ৪ রুমের ঘর নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ আ: কাদের সহ
    তার লোকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সম্প্রতি নুর মাষ্টার,বুলবুল মাষ্টার, লালুসহ আরো বেশ কিছু লোকজন মিলে পিলার সহ ঘর ভেঙ্গে দেয়।

    অভিযুক্তরা বলেন, মানুষের চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মানের চেষ্টা করায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ঘর ভেঙ্গে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়।

    ভুক্তভোগী মাসুদ বলেন, চলাচলের রাস্তাটি অন্য। এখানে তার মামার দলিলি সম্পত্তি। তার বাড়ি করার জায়গা না থাকায় মামার কাছ থেকে জমি নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করেন।
    তিনমাস পর ঘর ভেঙ্গে দেয়ার কারন তারা চাঁদা দাবি করছিলো আমি দিতে রাজি ছিলাম না।

    এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর