22 C
Dhaka
Friday, January 24, 2025
More

    শাহজাদা সৈয়দ মোহাম্মদ  বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেছেন

    আরও পড়ুন

    চট্টগ্রামের আমানত শাহ (রহঃ) আওলাদেপাক, সাজ্জাদানশীন মোতোয়াল্লি, শাহ আমানত (রাঃ) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  শাহজাদা সৈয়দ মোহাম্মদ  বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে সাতাত্তর বছর।

    পারিবারিক সুত্র জানিয়েছে, ‘ মেয়েকে দেখতে গেল অক্টোবর  মাসে যুক্তরাষ্ট্র যান তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে  তাকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী  সোমবার নাগাদ তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আনা হবে। মরদেহ চট্টগ্রামে আনার পর তার নামাজে জানাজার সময়সূচি জানানো হবে। ‘

    শাহজাদা সৈয়দ মোহাম্মদ  বেলায়েত উল্লাহ খানের বড় ছেলে শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ জানান,  ‘ মরদেহ চট্টগ্রামে আনতে সোমবার পর্যন্ত সময় লাগবে। মরদেহ চট্টগ্রামে পৌঁছালে জানাজার সময় নির্ধারণ করা হবে। ‘

    শাহজাদা সৈয়দ মোহাম্মদ  বেলায়েত উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, খাতুনগন্জ ট্রেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  ছগির আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান জাহিদুল করিম কচি, ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ জামান,  দৈনিক আজাদী চীফ রিপোর্টার হাসান আকবর,চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম  ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, সিনিয়র  সহ সভাপতি শাহজাদা এনায়েতউল্লাহ খান, সাধারণ সম্পাদক  এস এম শওকত হোসেন কমরু।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর