19 C
Dhaka
Friday, January 24, 2025
More

     চুরি করতে দেখে ফেলায় তরুন দাসকে খুন-অভিযুক্ত সবুজকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি:

    নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাস (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় জড়িত মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেনকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত গ্রেফতার আসামি মো. সবুজ হোসেন (২৪) নাটোর শহরের বড়হরিশপুর এলাকার মো. রমজান আলির ছেলে।

    আজ শুক্রবার বেলা ১১টায় নাটোর বড়হরিশপুর মহাশ্মশান প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।

    অপরদিকে, তরুণ দাস (৬০) নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওই শ্মশানে রাত্রীযাপন করতেন।

    পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, সবুজসহ অন্যান্য আসামি নাটোর কেন্দ্রীয় মহাশ্মাশানে চুরি করতে এলে তরুণ দাস দেখে ফেলায় তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে তপু কুমার দাস থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করেন।

    তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম এ ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মো. সবুজ হোসেনকে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

    উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশানে কালী মন্দিরের স্টোর রুমের বারান্দায় তরুণ দাসের হাত, পা ও মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কর্মচারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন পুলিশ । এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু কুমার দাস এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেন। নিহত তরুণ দাস দীর্ঘ ২৫ বছর থেকে ওই মহাশ্মাশানে রাতে থাকতেন তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর