সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পথের বাঁকে । এই যেন বাবা আসছে এখনই তাকে নিয়ে যাবে নিজ বাড়িতে । রাত গড়িয়ে সকাল এ যেন অপেক্ষা প্রহর কাটছে না ৮ বছরের ফাতিমার। পাঁচ মিনিটের কথা বলে কেটে গেছে পঁচিশ দিন তবুও ফাতিমাকে নিতে আসেনি তার বাবা।
গত ১৫ ডিসেম্বর বিকেলে ঘুরতে নিয়ে এসে বরগুনা সদর হাসপাতালে ফাতিমাকে পাঁচ মিনিটের কথা বলে রেখে যায় তার বাবা আজহার খলিফা । সেই থেকে থাকছে বরগুনা সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে।
বরগুনা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড ঘুড়ে জানা যায় – অনেকেই তাকে হাসপাতালে ভর্তি হওয়া থেকেই দেখে আসছে । বিভিন্ন জনের থেকে চেয়ে নিয়ে আবার অনেকে নিজ খাবার থেকে কিছু অংশ দিলে সেটা দিয়েই তিন বেলা চলে ফাতিমার। কখনো খালি বেড আবার কখনো ফ্লোরে ঘুমিয়ে পড়ে । শীতের তেমন পোশাকও সাথে নেই ।
ফাতিমার সাথে কথা বলে জানা যায় – বরগুনা সদর উপজেলার ৫নং ইউনিয়নের বৈকালীন বাজার নামক স্থানে তাদের বাড়ি। চার ভাইবোনের মধ্যে তিন নম্বরে ফাতিমা । তার বাবা তাকে বাড়ি থেকে ঘুড়তে নিয়ে এসে হাসপাতালে রেখে যায় । আসার কথা বলে এখনো আসেনি । তার ভাইবোনদের দেখতে ও একসাথে খেলতে ইচ্ছে করে। কিন্তু তার বাবাও আসছে না আর বাড়িতেও যাওয়া হচ্ছে না।