22 C
Dhaka
Friday, January 24, 2025
More

    চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি :

    নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে শাহ আলম নামে এক ভুক্তভোগী গতকাল বুধবার রাতে মামলাটি করেন।

    মামলার আসামিরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার খান (৫৫), একই এলাকার বিএনপি কর্মী কামাল হোসেন (৪০), আজিজুল ইসলাম (৩৮), বাবলু মিয়া (৩৬), সবুজ হোসেন (৩০) ও সরওয়ার হোসেন (৩৫)। তাঁরা সবাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ইসহাক আলীর অনুসারী।

    মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা শাহ আলমকে মানিকপুর এলাকা থেকে ধরে নিয়ে আটকে রেখে মারধর এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধরে এনে আব্দুস সাত্তার খানের বাড়ির সামনের মেহগনি বাগানে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ৫ আগস্টের পর থেকে সাত্তার খানের নেতৃত্বে এই গ্রুপ চাঁদাবাজি করে আসছে। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।

    এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর