19 C
Dhaka
Friday, January 24, 2025
More

    এনজিও ফেডারেশন নাটোর জেলা শাখার পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি :

    এনজিও ফেডারেশন নাটোর জেলা শাখার পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এই উপলক্ষে আজ সকালে শহরের দীঘাপতিয়া নিডা সোসাইটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এনজিও ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোছাঃ আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

    অনুষ্ঠানের ৫০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম- সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আশা নাটোর জেলা শাখা,শামীম আরা লাইজু নীলা নির্বাহী পরিচালক আলো (ALWO) নাটোর,এস. এম. মাহবুবুর রহমান সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আশা নাটোর সদর, আফরোজা বেগম সাধারণ সম্পাদক-সচেতন কর্মসহায়ক ফাউন্ডেশন, নাটোর,জাহানারা বিউটি – নির্বাহী পরিচালক-নিডা নাটোর,মোঃ তাজরুল ইসলাম সমন্বয়কারী শাপলা, বড়াইগ্রাম, নাটোর,মোঃ আলমগীর হোসেন-এলাকা ব্যবস্থাপা, বুরো বাংলাদেশ, নাটোর,জুয়েল রানা-শাখা ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, নাটোর শহর শাখা,মোঃ খাইরুল আলম- শাখা ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ নাটোর শাখা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর