22 C
Dhaka
Friday, January 24, 2025
More

    পাকিস্তান ক্রিকেটে বড় দুঃসংবাদ

    আরও পড়ুন

    স্পোর্টস ডেস্ক :::

    ব্যাট হাতে রীতিমতো উড়ছিলেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছুটিয়ে হয়েছেন সিরিজসেরা। এবার তাকে ঘিরেই দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল।

    গতকাল শুক্রবার নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় চোট পান সাইম। ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে তার। এ কারণে অন্তত ছয় সপ্তাহ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এবার গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টে সাইমকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

    টেস্টের প্রথম দিন সপ্তম ওভারে ইনজুরির কবলে পড়েন সাইম। রায়ান রিকেল্টনের একটি শট ব্যাটের কানায় গেলে গালি ও ব্যাকওয়ার্ড পয়েন্টের ভেতর দিয়ে চলে যায়। বলের পেছনে ধাওয়া করেন সাইম ও আমের জামাল। বলটি ধরে জামাল ফেরত পাঠালেও পিছলে গিয়ে গোড়ালি দুমড়ে মুচড়ে যায় সাইমের। সঙ্গে সঙ্গে চিকিৎসা সাহায্যের আবেদন জানান তিনি। পরে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

    মাঠের সেই ঘটনার পর হাসপাতালে নিয়ে সাইমের ‘এমআরআই’ করানো হয়। সেখানে তার পায়ের ফ্র্যাকচার ধরা পড়ে। সাধ্যমতো চিকিৎসা দেওয়ার পরও পায়ে ভর রাখতে ব্যর্থ হন সাইম। এসময় বিমর্ষ হয়ে পড়েন তিনি। তার পরিবর্তে পরে ফিল্ডিং করেন আব্দুল্লাহ শফিক।

    টেস্টের বাকি সময়ে সাইমকে পাওয়া যাবে না জানিয়ে এক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে বলেও জানানো হয় পিসিবির বিবৃতিতে।

    আইয়ুব দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গেই থাকবেন এবং ম্যাচ শেষ হওয়ার পর একসঙ্গেই পাকিস্তানে ফিরবেন। কবে আবার তিনি মাঠে ফিরতে পারবেন সেটি নিশ্চিত করা না গেলেও আনুমানিক ছয় সপ্তাহের জন্য তাকে না-ও পাওয়া যেতে পারে। যা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা।

    ২২ বছর বয়সী এই ব্যাটার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সব সংস্করণেই তার ব্যাট হেসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর থেকে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার অনুপস্থিতি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ভালোই ভোগাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর