::: রাহাত আহমেদ :::
সারাদেশে আলোচিত টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ আড়াই বছর ধরে কারাগারে আছেন। গ্রেফতার হবার আগে নগরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু চট্টগ্রাম নগর পুলিশ জানে না, তিনি কোথায় আছেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া প্রদীপ কুমার দাশ বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গেল বছরের ৩১ শে জানুয়ারি বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় আদালতের কাঠগড়ায় বসে শুনেছেন সাবেক ওসি প্রদীপ কুমার দাশ।
কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নথিতে নিখোঁজ প্রদীপ কুমার দাশ। দুই যুগ আগের একটি মামলার তদন্ত কর্মকর্তা থাকা ‘প্রদীপ কুমার দাশ ‘ এর অবস্থান জানেন না পুলিশ – এযেন অদৃশ্য হবার রুপকথার জাদুর গল্পো।
প্রায় ২৪ বছর আগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হবার মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন চান্দগাঁও থানায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) প্রদীপ। মামলায় তাঁকে সাক্ষ্য দিতে হাজির হতে ২০২০ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশকে চারবার চিঠি দিয়েছেন আদালত। প্রতিবারই আদালতের চিঠির জবাবে নগর পুলিশ বলেছে, ১৯৭৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত নথি ধ্বংস করে ফেলা হয়েছে। তাই সে সময় নগর পুলিশে কর্মরত প্রদীপ কুমার দাশ এখন কোথায় আছেন, তা জানা যাচ্ছে না। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নগর পুলিশের (সদর) সহকারী কমিশনার গোলাম ছরোয়ারের সই করা চিঠিতেও এমন তথ্য দেওয়া হয়েছে ।