18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    নাটোরে ঠিকাদারের হাতে বিএডিসি’র প্রকৌশলী লাঞ্ছিত

    আরও পড়ুন

    :::আল আমিন,নাটোর প্রতিনিধি:::

    নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় বিল দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নাটোর (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ। সুমি কনস্ট্রাকশন এর স্বত্তাধিকারী রওশন আলম মাহমুদ রাজু এবং তার অনুসারীরা মিলে গতকাল রোববার দুপুর ১২:৩০ টার দিকে সহকারী প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় রাজুসহ তিন জনকে অভিযুক্ত করে রবিবার রাতে নাটোর থানায় একটি মামলা দায়ের করেছেন আহত প্রকৌশলী।

    প্রকৌশলী নাসিম আহেমদ বলেন, রোববার দুপুরে ঠিকাদার রাজু এবং তার দুজন অনুসারী তাঁর অফিস ও রুমে প্রবেশ করে। এর পর রাজু “পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের” আওতায় একটি স্কীমে চলমান ব্যারিড পাইপ লাইন নির্মাণ কাজের বিল দিতে বলেন এবং উচ্চবাক্য করেন। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় সংশ্লিষ্ট প্রকৌশলী বিল দিতে অস্বীকৃতি জানান এবং পুরো কাজ সম্পূর্ণ করে বিল দাখিল করতে বলেন। এতে ক্ষীপ্ত হয়ে ঠিকাদার রাজু লাথি দিয়ে পকৌশলী নাসিম কে চেয়ার থেকে ফেলে দেন। এরপর রাজুর এক সহযোগী রুমের দরজা বন্ধ করে দেন এবং তিনজন মিলে এলোপাথাড়িভাবে লাথি ও কিল ঘুষি দিতে থাকেন। নাসিমের আর্ত চিৎকার শুনে তার দপ্তরের অন্যান্য সহকর্মীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে এবং নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

    অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে ঠিকাদার রওশন আলম মাহমুদ রাজু বলেন, তিনি এক মাস আগেই কাজটি শেষ করে বিল উত্তোলনের জন্য কাগজপত্র দাখিল করেছেন। কিন্তু সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ বিল না দিয়ে টাল বাহানা শুরু করেন। ঘটনার দিন তার সাথে দেখা করলে তিনি ৩ পার্সেন্ট উৎকোচ দাবি করেন। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে উভয়ের মদ্যে বাক-বিতন্ডা হয়। কিন্তু কোন রুপ লাঞ্চনার ঘটনা ঘটেনি। উল্টো অফিসের স্টাফরাই তাকে লাঞ্চিত করে। তিনি এঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

    নাটোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন , তার অফিসে ঢুকে সহকারি প্রকৌশলী নাসিম আহমেদকে লাঞ্চিত করা হয়েছে। এতে করে অফিসে কাজ করার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়াসহ নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

    এ বিষয়ে নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ বলেন, এঘটনায় রাজুসহ তিন জনকে অভিযুক্ত করে ভুক্তভোগী সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ বাদী হয়ে গত রোবরার রাতে নাটোর থানায় একটি মামলা দায়ের করেছন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর