::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন মাঠের উত্তর-পূর্ব পাশ হতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহনের সময় তিন ডাকাতকে হাতে হাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, উত্তর পটুয়াপাড়ার নাসের সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩২), একই গ্রামের ইব্রাহিমের ছেলে ইছব ইউসুফ (৩৯), মৃত শাহজাহান আলীর ছেলে রাকিবুল হাসান টুনু (৩৩)। এসময় পটুয়াপাড়া মৃত বাচ্চু মিয়ার ছেলে ফায়সালসহ (২৪) অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়।
আটককৃত আসামীদের তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ১ ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করেছে নলডাঙ্গা থানা পুলিশ।