::: আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি ::
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস, ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ মার্চ) সকালে উপজেলা ডিজিট্যাল কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির,যুব উন্নয়ন কর্মকর্তা আনম সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর, আক্তার সানজিদা জাফর পপি, এক্সিম ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ,চেয়ারম্যান ,রাজনৈতিক, ব্যবসায়ী, গনমাধ্যম সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এইবা/সেলিম