প্রেস বিজ্ঞপ্তি ::
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার ( ১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টিসিজেএ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, ক্রীড়া সংস্কৃতি মানুষের মনবিকাশ এর মাধ্যম, যা সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনাদের মত জার্নালিস্ট যুবকেরা এ ধরনের খেলার আয়োজন দেখে আমি মুগ্ধ, এই খেলাধুলার মাধ্যমে দেশকে সুন্দর সমৃদ্ধি করতে সহায়ক হবে।
টিসিজেএ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগটনের দাতা সদস্য ওয়াসি উদ্দিন আনসারী।
তিনি বলেন, ‘ সুস্থ মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। গণমাধ্যম কর্মীদের নিয়ে এই আয়োজন সম্মৃদ্ধ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। ‘
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা।