22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    রাঙ্গুনিয়ায় ঋণ আদায় করতে গিয়ে প্রাণ দিলেন মহিলা এনজিও কর্মী ‘ চম্পা’

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ঋণ গ্রহীতার হাতে প্রাণ দিয়েছেন একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মী । রবিবার রাঙ্গুনিয়ার ধামাইরহাটে ওয়ান ব্যাংকের নিচে এই ঘটনা ঘটেছে। পদক্ষেপ নামের এনজিও কর্মীর নাম চম্পা চাকমা বলে জানা গেছে। রবিবার (৫ ফেব্রুয়ারী)  রাঙ্গুনিয়ার ধামাইর হাট এলাকায় ওয়ান ব্যাংকের নিচে প্রকাশ্যে ছুরিকাঘাতে তিনি খুন হন।

    পুলিশের ভাষ্য, মাস দুয়েক আগে ওই এলাকার এনাম নামের একজন বোনের মাধ্যমে বেসরকারি সংস্থা পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে নির্দিষ্ট সময়ে মাসিক কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি এনামের সঙ্গে চম্পার কথা কাটাকাটি হয়। এর জের ধরে চম্পাকে ছুরিকাহত করা হয়। ক্ষত খুব বেশি বড় না হলেও তার শ্বাসনালী কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

    নিহত চম্পা চাকমার বয়স ২৬ বছর। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কি জানান,  ‘ রাঙ্গুনিয়ার ধামাইর হাট এলাকায় ওয়ান ব্যাংকের নিচে প্রকাশ্যে ছুরিকাঘাতে  এনজিও কর্মী চম্পা   খুন হন। কিস্তির টাকা পরিশোধ করা ঝামেলার জেরে এমন ঘটনা ঘটেছে বলে, প্রাথমিকভাবে জানা গেছে । এই হত্যাকাণ্ড নিয়ে  মামলার প্রক্রিয়া চলছে।  ‘

    স্থানীয়রা জানান, ৫ নং  বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে চম্পা । সে এনজিও সংস্থা পদক্ষেপ’এ চাকরি করতো। কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে এনামের সাথে বাকবিতন্ডা হয় চম্পার। এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ছুরি নিয়ে লালানগরের ধামাইরহাটে চম্পার অফিসের নিচে অপেক্ষা করতে থাকেন এনাম। রাত সোয়া আটটার দিকে চম্পা অফিস থেকে নামলে আরেক দফা কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে চম্পাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এনাম।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর