22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আরও পড়ুন

    ::: মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি :::

    রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার বিকেলে রাঙামাটি জেলা তথ্য অফিস এর আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা, মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী তথ্য কর্মকর্তা অমিয় কান্তি খীসা, জেলার সরকারী বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সহ গণমাধ্যম কর্মীরা।

    মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ, যেখানে মানুষ দেশের যে অঞ্চলেই বসবাস করুক না কেন, সে সব ধরনের সুযোগ-সুবিধা সমতার ভিত্তিতে পেতে পারবে। তখন শহর এবং গ্রামের মানুষের জীবনযাপন এবং সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোন পার্থক্য থাকবেনা। ঢাকা শহরের যেমন ঘরে বসেই সব কিছু করতে পারবে, তেমনি প্রত্যন্ত গ্রামের মানুষও তাই করতে পারবে।

    বক্তারা আরো বলেন , ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় আমাদের সামনে প্রযুক্তি নির্ভর, সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের হাতছানী রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। ফলে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের স্বার্থে এগিয়ে
    এসে কাজ করতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে প্রতিষ্ঠা পাবে সমৃদ্ধ বাংলাদেশ।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর