18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    পঞ্চগড়ে থমথমে অবস্থা

    আরও পড়ুন

    ::: পঞ্চগড় প্রতিনিধি :::

    আহমদিয়া সম্প্রদায়ের জলসা নিয়ে সৃস্ট বিরোধের জেরে দুজনের মৃত্যুর ঘটনায় পঞ্চগড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আহমদিয়াদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা নিয়ে শুক্রবার মুসল্লি ও পুলিশের সংঘর্ষে আরিফুজ্জামান আরিফ (২৭) এবং জাহিদ হাসানসহ (২২) অর্ধশত ব্যক্তি আহত হন। বিকালে হাসপাতালে নেওয়ার পথে আরিফ মারা যান। আর গভীর রাতে করোতোয়া নদীর পার থেকে জাহিদের লাশ উদ্ধার করা হয়।

    শনিবার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে আরিফের লাশ দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

    অপরদিকে, শনিবার বাদ জোহর পঞ্চগড়ে জাহিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নাটোরের বনপাড়া পৌর এলাকার চিরইল গ্রামে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

    জলসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহিদ। করতোয়ার পারে নিয়ে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রাতে তার লাশ উদ্ধার করে জলসাস্থলে নেওয়া হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে জাহিদের লাশের ময়নাতদন্ত করা হয়।

    আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশের চৌধুরী  বলেন, ‘ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জলসা বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলায় তাঁদের সম্প্রদায়ের ২০ থেকে ২৫টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাঁদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিচার দাবি করেন তিনি।’

    এদিকে,  পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।শনিবার (মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে আসক নেতৃবৃন্দ।

    বিবৃতিতে বলা হয়, পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুইজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এসময় আহমদিয়াদের অন্তত ২০-২৫টি বাড়িঘর ও ৪টি দোকানের মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয়।

    এদিকে,  পরিস্থতি শান্ত রাখতে রাত সাড়ে ৯টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন।কাদিয়ানীদের দ্বারা কোনো মানুষকে হত্যা করা হয়নি জানিয়ে তিনি বলেন, এটি গুজবমাত্র। লোকজনকে গুজবে কান না দিয়ে এবং আতংকিত না হয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার আহ্বান জানান তিনি।

    এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দিতে প্রচারণা চালানো হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর