::: নিজস্ব প্রতিবেদক :::
রাজধানী ঢাকার সাইন ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে ; তবে বিস্ফোরণের কারণ উদঘাটন করতে পারে নি ফায়ার সার্ভিস। পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকে বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, ‘ এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগতে পারে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
পুলিশ জানিয়েছে, এসি বিষ্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনাস্থলে বিষ্ফোরক দ্রব্য ছিলো কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিত উদ্দিন জানান, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভবনটির আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্টসার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার ও এসির কারণে বিস্ফোরণ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ভবনটির অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না।
তিনি বলেন, ‘ বিস্ফোরণে ভবনের সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে একপাশের সড়ক দিয়ে যানচলাচলের ব্যবস্থা করেন। বর্তমানে ভবনের ভেতরে প্রবেশ করেছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ‘
এ ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খাইরুল বলেন, ‘ হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গেছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তিন তলা ভবনে বিস্ফোরণ ও ধসের ঘটনায় আহত হয়ে ৯ জন ভর্তি হয়েছেন ঢামেকে। তারা হলেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫), কামাল (৪০), অজ্ঞাত এক পুরুষ (৪০) এবং অজ্ঞাতনামা এক যুবক (২৫)।
তিনি আরও জানান, আহত পাঁচজন চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারা হলেন আকবর আলী (৫২), মো. আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার (২৫), জহুর আলী (৫২) ও হাফিজুর রহমান (৪৫)।
ফায়ার সার্ভিস রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায়। ১০টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি। বিস্ফোরণে নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।