::: আনোয়ারা প্রতিনিধি :::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্রয়কৃত ভূমিতে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন রাধা মজুমদার নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধা। এই ঘটনায়, আহত হয়েছেন দিপংকর মজুমদার (৪২), সুমন্ত মজুমদার (৫৩) নামের আরো দু’জন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত দিপংকর মজুমদার হামলার সাথে জড়িত ৮জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী সন্তুোষ মজুমদার থেকে জায়গা ক্রয় করে দিপংকর মজুমদার। তারা সেখানে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। পরে ক্রয়কৃত আমার ভূমি থেকে প্রতিপক্ষরা মাটি কাঁটতে আসলে আমরা বাঁধা প্রদান করি। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এতে নারী বৃদ্ধসহ বেশ কয়েকজন গুরোতর আহত হয়। পরে স্থানীয় ও পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই শাহীদ হোসাইন বলেন, ভূমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় এক গ্রুপ মারত্বকভাবে আহত হয়েছে। তারা অভিযোগ দায়ের করেছে। এটি মামলার প্রক্রিয়ায় রয়েছে।
এইবা/ প্রতিনিধি