:: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি :::
গ্রীসে ভয়াবহ ট্রেন সংঘর্ষে দূর্ঘটনায় মোহাম্মদ ইদ্রিস (৩১) নামে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মোহাম্মদ ইলিয়াস। নিহত ইদ্রিস মেখল ইউনিয়নের ৯নং ওযার্ড এলাকার মৃত সাহেব মিয়ার পুত্র।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে গ্রীসের লারিসা শহরের কাছে এ ট্রেন দূর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বাল্যকালে পিতৃহারা ইদ্রিস ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। পরে সেখান থেকে প্রায় ৯ বছর পূর্বে উন্নত জীবনের আশায় ইউরোপিয় ইউনিয়ন ভুক্ত দেশ গ্রীসে চলে যান।
জানতে চাইলে নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ ইলিয়াস অনেকটা বাকরুদ্ধ হয়ে বলেন, ‘আমার ভাইকে এভাবে হারিয়ে ফেলবো কখনও কল্পনা করিনি’। আমি আর কি বলবো’ বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
মেখল ইউপি সদস্য বেলাল উদ্দীনের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে গতকাল রাতে নিশ্চিত হওয়া গেছে ইদ্রিস মারা গেছে। দুর্ঘটনায় ট্রেনের বগিতে আগুন ধরে যাওয়ায় তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। তাই ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ সনাক্ত করতে হয়েছে।
উল্লেখ্য, গ্রিসে প্রায সাড়ে তিনশ যাত্রী বহন করা ওই ট্রেনটির একই পথে আসা অপর একটি কার্গো ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অনেক বগি ছিটকে পড়ে যায়।এসময় কয়েকটি বগিতে আগুন ধরে যায়৷ এর ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে৷ গ্রীসের ইতিহাসে এটি সবচেয়ে বড় ট্রেন দূর্ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৭ জন মারা গেছে বলে সূত্রে জানা গেছে।