28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    আবারও সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ , নিহত অন্তত পাঁচজন

    আরও পড়ুন

    ::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

    সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনের ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতি আজও বহন করছেন ক্ষতিগ্রস্তরা। এমন বিদগ্ধ স্মৃতির মাঝেই আবারও ভয়াবহ বিস্ফোরণের মুখোমুখি হয়েছে ‘ সীমা রি রোলিং মিলের  অক্সিজেন প্লান্ট ‘  । সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক একটি অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। তিনি বলেন, এখন পর্যন্ত মেডিকেলে ১০ জন আসছে।২ জন মারা গেছেন। মরদেহ জরুরী বিভাগে আছে।

    তবে, প্রত্যক্ষদর্শি ও গাউসিয়া কমিটির কর্মকর্তারা  বলছেন এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি।

    ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. ফজলে রাব্বী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিম কাজ করছে। আমরা এখন পর্যন্ত প্ল্যান্টের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’

    সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য  নিশ্চিত করেছেন।

    সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। প্ল্যান্টের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতের সংখ্যা বাড়তে পারে।’

     

    - Advertisement -spot_img

    সবশেষ খবর