::: আনোয়ারা (চট্টগ্রাম )সংবাদদাতা:::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আকবর আলী ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক রহিম নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ মার্চ ) দুপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কালা বিবির দীঘিস্থ চাইনা ইকোনমিক জোন রোডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলনটি জনসমুদ্রে পরিণত হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।