25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    চন্দনাইশে অবৈধ বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    আরও পড়ুন

    ::: চন্দনাইশ প্রতিনিধি :::

    চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ, পরিবহন, বিপণন ও সরবরাহে জড়িত থাকায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
    শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বরকল-আনোয়ারা ব্রিজ সংলগ্ন জেলে পাড়ার উত্তর কেশুয়ায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

    জিমরান মোহাম্মদ সায়েক বলেন, দুপুরে ওই স্থানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো. দেলোয়ার হোসেনের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

    তিনি বলেন, উপজেলার কোথাও খনন যন্ত্রের সাহায্যে অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর