::: নিজস্ব প্রতিবেদক :::
বায়ুদূষণ রোধে বেশ কিছু প্রকল্প ও পরিকল্পনার দাবি জানিয়েছে সবুজ আন্দোলন নামে একটি সংগঠন। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার চারপাশে শহর রক্ষা বাঁধে সবুজ বেষ্টনী গড়ে তোলা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আলাদা কমিশন গঠন, অর্থ বরাদ্দসহ ১০টি দফা দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, ঢাকাসহ সারাদেশে ক্রমাগত বায়ুদূষণ বাড়লেও এ নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কিন্তু এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিলে এ অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। পাশাপাশি এটি জনস্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরি।
দাবিগুলোর মধ্যে আছে– নদীর ব্যবহার বাড়াতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ভ্যাকুয়াম সুইপিং ট্রাক ব্যবহার ও শহরের বড় রাস্তা পরিষ্কার রাখতে দিনে দু’বার পানি ছিটানোর ব্যবস্থা, সব আবাসন প্রকল্পে ২৫ ভাগ সবুজায়ন নিশ্চিত করা, পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা ও সবার বাড়ির ছাদে সবুজায়ন বাধ্যতামূলক করা, সব পুরাতন যানবাহন চলাচল নিষিদ্ধ এবং অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ করা।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-দপ্তর সম্পাদক আবদুল আজিজের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, সংগঠনের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা, অধ্যক্ষ নাদিয়া নূর তনু, দপ্তর সম্পাদক সোহেল রানা প্রমুখ।