22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    নওগাঁর শরীফের মাস্টার অফ ফিলোসফি (এম.ফিল) ডিগ্রী অর্জন

    আরও পড়ুন

    ::: শামিম হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :::

    দৈনিক যায়যায়দিন পত্রিকা নওগাঁ জেলা প্রতিনিধি ও বৈশাখী টেলিভিশন চ্যানেল নওগাঁর সাবেক প্রতিনিধি ও জেলা প্রেসক্লাব নওগাঁ এর সাবেক দপ্তর সম্পাদক মরহুম সাংবাদিক আরিফুল হকের সহোদর ভাই মোঃ শরিফুল ইসলাম শরিফ এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন। তিনি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত (ইউজিসি ও বিশ্ববিদ্যালয় ফেলোশিপ প্রাপ্ত) হয়ে উক্ত ডিগ্রী অর্জন করেন।

    তাঁর গবেষণার বিষয় ছিল ‘Demographic Transition and Modifications of Dependency Ratios in Bangladesh’। তিনি প্রফেসর ড. মোঃ ইসমাইল তারেক স্যারের একক তত্ত্বাবধানে তাঁর গবেষণা কর্ম সমাপ্ত করেন।

    বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পাবলিক হেলথ্ বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য, মরহুম সাংবাদিক আরিফুল হক ২০১৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন৷

    মোঃ শরিফুল ইসলাম শরিফ সকলের নিকট দোয়া প্রার্থী।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর