::: পটিয়া প্রতিনিধি::::
মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় বক্তব্য রাখেন, পটিয়া থানার এসআই মো: রাশেদ, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, তাজুল ইসলাম, মোহাম্মদ মারুফ।
বক্তারা বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন মানবিক একটি সংগঠন। এ সংগঠনের উদ্যােগে পটিয়াতে চলছে মানবিক সকল কাজ। প্রায় দিন কোথাও না কোথাও খাদ্য সহায়তা, বিয়েতে অনুদান, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। টাকা পয়সার অভাবে অসহায় পরিবারের কারো লেখাপড়া বন্ধ থাকবে না। নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহাযতা প্রদান করা হবে।