25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    পটিয়ায় মাইক্রোবাসের সিটের নিচে ৯ হাজার ইয়াবা, চালক আটক

    আরও পড়ুন

    মহিউদ্দীন চৌধুরী,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ

    চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে পটিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে।

    জানা যায়, চকরিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মাইক্রো তল্লাশী চৌকি এলাকায় আসলে সাধারণ যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় চালকের পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাইক্রোসহ চালক সমির উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।

    আটককৃত সমির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের আবদুল ওয়াহেদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, ইয়াবাগুলো তিনি চকরিয়া থেকে চট্টগ্রামের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কমলমুন্সির হাট এলাকায় চট্রগ্রামগামী একটি মাইক্রোবাস চেকপোস্টে পৌঁছলে চালকের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। তখন গাড়িটিতে তল্লাশি চালানো হলে গাড়ির চালকের পাশের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন চালক মো. সমির উদ্দিনকে (৩৫) আটক করা হয়। এ সময় মাইক্রোবাসটি ছাড়াও একটি মুঠোফোন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। জব্দ করা মাদকের দাম প্রায় ৫০ লাখ টাকা।

    আটক সমির উদ্দিনের নামে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর