::: নিজস্ব প্রতিবেদক :::
পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ধাওয়া দেয়া দেয় ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয় (২৭)। প্রতিপক্ষের ধাওয়া দেবার সময় মেয়রপুত্র কামরুল ব্যবহার করেছে মেয়র বাবার বৈধ অস্ত্র। পুলিশের কাছে কামরুল এমন তথ্যই দিয়েছেন। প্রতিপক্ষকে বাবার বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হন পৌর মেয়রের মেয়রের ছেলে কামরুল।
পুলিশ জানিয়েছে, বাবার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শন করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয় (২৭)কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়।
আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেন মেয়রের ছেলে কামরুল হাসান সজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) হাবিবুর রহমান বলেন, আটকের পর প্রথমিক জিজ্ঞাসাবাদে কামরুল পিস্তলটি তাঁর বাবার লাইসেন্স করা বলে জানিয়েছেন। কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এখানে লাইসেন্সের শর্তভঙ্গ ও পিস্তলের অবৈধ ব্যবহার হয়েছে। ‘