28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    বিশ লাখ টাকা জালনোটসহ দুইজন আটক

    আরও পড়ুন

    ::: লোহাগাড়া প্রতিনিধি :::

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (১ মার্চ) উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলার দৌলতখান উপজেলার মো. বেলায়েতের ছেলে মো. রুবেল (৩২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।

    পুলিশ জানায়, কক্সবাজারে অবস্থান করা একজন তাদের কাছে এসব নোট সরবরাহ করেছিলেন। তারা জাল নোটগুলো বাজারের ব্যাগে সবজির নিচে লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে উদ্দেশে রওনা দেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে লোহাগাড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সবগুলো এক হাজার টাকার জাল নোট।

    চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, রমজানকে সামনে রেখে জাল নোট প্রস্তুতকারী ও পাচারকারীরা সক্রিয় হয়েছে। বুধবার গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর