::: নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের চাক্তাই এলাকার ফিশারি ঘাটে একটি মাছের বাজারে আগুন লেগেছে। বুধবার রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। চাক্তাই এলাকার নতুন ফিশারি ঘাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সাড়ে বারোটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
লামা বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আমাদের ৩টি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে, তবে নেভাতে একটু সময় লাগছে।