:::গোপালগন্জ প্রতিনিধি :::
কৃষি অধিদপ্তরে চাকরি পেয়েও শেষ পর্যন্ত চাকরিতে যোগ দেয়া হলো না গণপতি মন্ডলের। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের কানোড়িয়ায়।
জানা গেছে বৃহস্পতিবার নিজ ঘরের সিলিং ফ্যানে ফাঁসিতে ঝুলে আত্মহননের পথে বেছে নিয়েছেন গণপতি মন্ডল (২৯)। পরিবারের সাথে অভিমান করে তিনি আত্নহত্যা করেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়,শিক্ষা জীবনে বেশ মেধাবী সে। কৃষি অধিদপ্তরে চাকুরীো পেয়েছিলেন ।