::: মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:::
কক্সবাজারের টেকনাফে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এলডিডিপির সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় টেকনাফ উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মুহিব্বুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দীন, কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী প্রমূখ। এসময় অতিথিরা প্রদর্শনীর জন্য নিয়ে আসা বিভিন্ন ধরনের প্রাণির স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শুরু আগে অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আমিষ খাদ্যে বাংলাদেশ বর্তমানে শয়নসম্পূর্ণ। ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশু আনা বন্ধ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের আমিষের চাহিদা মেটানোর জন্য বিদেশে সরবরাহ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মুহিব্বুল্লাহ বলেন, প্রদর্শনীতে প্রাণিসম্পদ (গরু-ছাগল-হাস-মুরগি), প্রাণিসম্পদ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও এনজিওসহ ৪৮টি স্টল বসেছিল। তার মধ্যে প্রতি বিভাগের ১ম, ২য় ৩য়সহ ৯জন বিজয়ীকে পুরুস্কার বিতরণের পাশাপাশি আরও কয়েকটি স্টলকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।