18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    মিরসরাইয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে

    আরও পড়ুন

    ::: মিরসরাই প্রতিনিধি :::

    চট্টগ্রামের মিরসরাইয়ে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউসুফকে উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে  শিক্ষার্থী ও শিক্ষকরা।

    বুধবার (১ মার্চ) সকালে উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র ও স্থানীয় জনসাধারণসহ সহ্রাধিক লোক উপস্থিত ছিলেন।

    উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় এবং সাহেরখালী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহফুজ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু ছালেক, সাধারণ সম্পাদক সুভাষ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতির (ফেডারেশন) আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কমল ভৌমিক, মহালঙ্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূইয়া, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মেজবাউল হক প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মাসফিয়া জান্নাত ও অপূর্ব দেবনাথ।

    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন দাশসহ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ।

    বক্তারা জানান, শিক্ষক আবু ইউসুফ রাসেল একজন ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন। তাঁর উপর দফায় দফায় স্ব-পরিবারে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে সাবেক ছাত্র ইউনুস। হামলার পর ৩ দিন পেরিয়ে গেলেও হামলাকারিদের বিরুদ্ধে থানায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আজ বুধবারের (১ মার্চ) মধ্যে থানায় মামলা নিয়ে দোষীদের আইনের আওতায় আনা না হলে অনির্দিষ্টকালের জন্য সাহেরখালী স্কুলের কার্যক্রম বন্ধ করে বৃহৎ পরিসরে আন্দোলন হুমকি দেন বক্তারা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর