20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    দক্ষিণ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির সাথে যুবলীগ নেতা বদির সাক্ষাৎ

    আরও পড়ুন

    মহিউদ্দীন চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।

    বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বদিউল আলম সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মৎস্যজীবি লীগের পটিয়া উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, ছাত্রনেতা শাহীনুল ইসলাম শাহীনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

    এসময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ফুল দিয়ে দক্ষিণ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন জানান।

    এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো একদাপ এগিয়ে নিতে হবে। এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর