22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    বাঙ্গালহালিয়াতে বন বিভাগের অভিযানে জ্বালানী লাকড়িসহ চাঁদের গাড়ি আটক

    আরও পড়ুন

    :::দিলীপ দাশ, প্রতিনিধি :::

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে কাপ্তাই পাল্পউট বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের দিক নির্দেশনা বনবিভাগের ঝটিকা অভিযানে জ্বালানী লাকড়ি সহ চাঁদের গাড়ি আটক করেছে বনবিভাগ। গত ২৬ শে ফেব্রুয়ারি রবিবার সকালে শফিপুর এলাকায় থেকে ফেনী- ঘ -০৫০০০৪ নাম্বারের লাকির বোঝায় চাঁদের গাড়িটি আটক করতে সক্ষম হয়।

    আটককৃত লাকড়ির  বাজার মূল্য ৩০হাজার টাকা । অভিযান পরিচালনা করেন বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা জাহিদুল হাসান । এসময় ফরেষ্টারগণ উপস্থিত ছিলেন।আটক কৃত লাকির সহ চাঁদের গাড়িটি বাঙ্গালহালিয়া বিট কাম ষ্টেশন কর্মকর্তার কার্যালয় নিয়ে আশা হয়েছে বলে জানান।আটক কৃত চাঁদের গাড়িটি বিরুদ্ধে বন মামলা রুজু করা হচ্ছে বলে জানান ষ্টেশন কর্মকর্তার জাহিদুল হাসান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর