বরিশাল ব্যুরো :::
বরিশাল সিটি করপোরেশনের কাছে ৬০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরীর ৪৩ সড়কের বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজোপাডিকো।
এরআগে গত বছরের ১৮ সেপ্টেম্বর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাছে প্রায় ৫৯ কোটি ৯৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় করপোরেশন এলাকার সড়ক বাতি ও বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করছিল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বরিশাল।
বিল পরিশোধ না করার কারণে পুনরায় নগরীর সচল সড়কের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বরিশাল।
এদিকে সিটি করপোরেশন বলছে, সড়ক বাতি এবং পানি সরবরাহের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার আগে কোনো নোটিশও দেয়া হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় নগরীর ৪৩টি সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা ভূতুড়ে গলিতে পরিণত হয়েছে।বাসিন্দারা রাত্রীকালীন চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন।
জানা গেছে, বরিশাল নগরীতে দুটি বিদ্যুৎ বিক্রয় এবং বিতরণ বিভাগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এরমধ্যে আমাদের ডিভিশন-১ এর অধীনে প্রতিমাসে প্রায় ২৫ লাখ টাকা বিদ্যুৎ বিল আসছে। কিন্তু কোনো মাসেই বিল পরিশোধ করছে না নগর কর্তৃপক্ষ।
ওজোপাডিকো লিমিটেড বরিশালের পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বিশ্বাস বলেন, কমপক্ষে ১০ বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না সিটি করপোরেশন। এতে করে বৃহৎ একটি অঙ্ক দাঁড়িয়েছে। সেই টাকা উত্তোলন করতে না পেরে আমরাও রয়েছি মন্ত্রণালয়ের চাপের মুখে।