:::জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশের আমুল পরিবর্তন ঘটবে। এ বিদুৎ কেন্দ্র প্রকল্প এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলে দেবে। বিদ্যুৎ ঘাটতি পুরনসহ মানুষের কর্মসংস্থান হবে। দেশের অভূতপূর্ণ উন্নয়ন হবে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টায় চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই-ইলাহি এসব কথা বলেন।
এরআগে তিনি চট্টগ্রাম বিমান বন্দর হতে হেলিকাপ্টার যোগে বিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে অবতরন করেন। এ সময় তার সাথে ছিলেন, বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার গ্রিড় কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার সেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি), মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বিদ্যুৎ বিভাগ, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এরাদুল হক , সাইফুল ইসলাম আজাদসহ বিদ্যুৎ বিভাগ ও শক্তি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে। এসএস পাওয়ার ওয়ান লিমিটেড কোম্পানিটিতে যৌথভাবে ৭০ শতাংশ এস আলম গ্রুপ এবং চীনের সেপকো থ্রি ৩০ শতাংশ শেয়ার হোল্ডার রয়েছে।