:::মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি:::
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরবেলা উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন ও বাংলা প্রভাষক শাহীন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম।
অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ ইউনুস গণি চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ শামীম, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন সবুজ ও অমৃত বড়ুয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক এজিএম মোহাম্মদ আবুল বশর, আকবর হায়দার চৌধুরী, হাবিবুর রহমান রাজু ও মোহাম্মদ রকিবুল ইসলাম প্রমুখ। এসময় গভর্নিং বডির সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, মাঠের জন্য ভূমি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের বিষয়ে বলেন, বিদ্যালয়ের মান উন্নয়ন হলেও আমাদের একটি ভবন আজ খুবই জরাজীর্ণ, এই ভবন পুনরায় নির্মাণ করা অত্যন্ত জরুরী। ভূমি সংকটের কারণে আমাদের বিদ্যালয়ে একটি মাঠ নেই। আজ শিক্ষার্থীরা মাঠের অভাবে খেলাধুলা করতে পারছেনা, তাই মাঠ তৈরি করতে ভূমি ক্রয় করাটাও জরুরী। তাছাড়া আমাদের বিদ্যালয়ে একটি শেখ রাসেল ল্যাব স্থাপনের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আরিফ, ত্রিপিটক পাঠ করেন আদিত্য বড়ুয়া ও গীতা পাঠ করে শ্রাবণী দাস। পরে তারা সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।