18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    বাচ্চুর নামাজের ভিডিও ভাইরাল

    আরও পড়ুন

    :::নাদিরা শিমু :::

    সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু নামাজ পড়ার ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে৷ চট্টগ্রাম মহানগর শীর্ষ   যুবলীগের পদপ্রত্যাশী এই নেতার৷ নামাজ পড়ার ভিডিও নিয়ে সমালোচনায় মুখর নেটিজেনরা।

    আটাশ সেকেন্ডের ভিডিও ক্লিপে আরশাদ বাচ্চুকে  তাড়াহুড়ো করে এলোমেলো নামাজ পড়তে দেখা যায়। মুলত নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়ো করার বিষয়ে সমালোচনা হচ্ছে। তবে অনেকেই তার নামাজ পড়ার  বিষয়টিকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন।

    এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. আরশাদ আলম বাচ্চু নগরের রাজনীতিতে বেশ জনপ্রিয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিরও সদস্য  সাবেক এই ছাত্রলীগ নেতা । ২০১৯ সালের ২৬ আগস্ট দুপুরে নগরের খুলশী থানার ওমর গণি এমইএস কলেজ গেটের বিপরীতে সানি নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। সাদা শার্ট পরিহিত স্কুল-কলেজপড়ুয়া কিছু ছেলে তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করার দৃশ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছিল। সেই হত্যাকান্ডের সাথে জড়িতরা আরশাদ বাচ্চুর অনুসারী বলে অভিযোগ উঠে।

    এছাড়া চট্টগ্রামের আলোচিত  ব্যাংক কর্মকর্তা মোরশেদের আত্মহত্যার পর তার পরিবার অভিযোগ করেন, সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চুর দলবলসহ প্রবাহিত চাপ, হুমকির কারণে নিরুপায় হয়ে আবদুল মোর্শেদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মোরশেদের স্ত্রী অভিযোগ করেছিলেন  আবদুল মোর্শেদ ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট  কেড়ে নিয়েছেন। তবে সেই অভিযোগের তদন্তে পিবিআই আরশাদ বাচ্চুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারে নি।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর