::: আজগর আলী সেলিম, চন্দনাইশ :::
চট্টগ্রাম -কক্সবাজার রোড়ে অভিনব কৌশলে পাচার করা হচ্ছে ইয়াবা। ইয়াবা পাচারে ব্যবহার করা হয়েছে রান্না করা মাংসের হটবক্স। তবে ভিন্ন কৌশল অবলম্বন করেও রক্ষা পায়নি আলমাছ খাতুন (৪৮)।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মহিলাকে আটক করে পুলিশ। চন্দনাইশ থানা পুলিশ ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ওই নারীকে আটক করে।পরে, তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি ব্যাগে হটবক্স রান্না করা মাংস ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা পাচারকারী আলমাছ খাতুন কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুক খালী গ্ৰামের মৃত আব্দুল কাদেরের মেয়ে বলে জানা যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্ৰেফতারকৃত আলমাছ খাতুনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।